ফ্রিল্যান্সিং বর্তমান খুব জনপ্রিয় একটি পেশা। বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে অনেকে লক্ষ্য লক্ষ্য টাকা আয় করতেছে ঘরে বসেই। আপনিও যদি ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই টাকা আয় করতে চান তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। এই পোষ্টে আমি ফ্রিল্যান্সিং কি এবং এবং এর কাজ সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং কি এবং এর কাজ সমূহ সম্পর্কে।
ফ্রিল্যান্সিং কি

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। সাধারনত অনলাইনের কোনো একটি কাজের উপর দক্ষতা অর্জন করে অনলাইন থেকে টাকা আয় করার নামই ফ্রিল্যান্সিং। আর যারা এসব কাজ করে তাদের ফ্রিল্যান্সার বলা হয়। এই সেক্টরে আপনি স্বাধীন ভাবে নিজের মতো করে কাজ করতে পারবেন। আপনাকে কোনো অফিসে গিয়ে ৯-৫ টা কাজ করতে হবে না। ফ্রিল্যান্সিং এর কাজ আপনি যেকোনো জায়গা থেকে করতে পারবেন। আপনার ইচ্ছে মতো যেকোনো সময় কাজ করতে পারবেন।
ফ্রীল্যানসিং ও বাংলাদেশ
বিশ্বের মধ্যে ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমান বাংলাদেশে ৬ লাখ ৫০ হাজারের বেশি ফ্রিল্যান্সার অনলাইনে বিভিন্ন কাজের মাধ্যমে প্রতি বছর ৫০০ মিলিয়ন ইউএস ডলার আয় করে থাকে। বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে ফ্রিল্যান্সিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা মূলত গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ডাটা এন্ট্রি, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) কাজ করে থাকে।
ফ্রিল্যান্সার হতে কি কি প্রয়োজন?
একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনার কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা এবং যোগ্যতা থাকা প্রয়োজন। যেমনঃ
দক্ষতা:
প্রযুক্তিগত দক্ষতা:
- কম্পিউটারের উপর প্রাথমিক জ্ঞান, ইন্টারনেট এর ব্যবহার এবং ইমেইল ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
- আপনি যে বিষয় নিয়ে ফ্রীল্যানসিং এর কাজ করবেন সে বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে।
যোগাযোগ দক্ষতা:
- ক্লায়েন্টদের সাথে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং তাদের চাহিদা বোঝার দক্ষতা অর্জন করতে হবে।
- স্পষ্ট, সংক্ষিপ্ত এবং পেশাদারভাবে লেখার ও কথা বলার দক্ষতা অর্জন করতে হবে।
সমস্যা সমাধানের দক্ষতা:
- ক্লায়েন্টদের মস্যা সমাধানের জন্য সৃজনশীল এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার দক্ষতা অর্জন করতে হবে।
- সময়মত কাজ শেষ করার জন্য দক্ষতা এবং সময় ব্যবস্থাপনার জ্ঞান থাকতে হবে।
ব্যবসায়িক দক্ষতা:
- নিজের কাজের মূল্য নির্ধারণ, চুক্তি তৈরি এবং ক্লায়েন্টদের সাথে পেশাদারভাবে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে।
- নিজের ব্র্যান্ডিং এবং মার্কেটিং করার দক্ষতা থাকতে হবে।
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:
- ফ্রিল্যান্সিং-এর ক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতার চেয়ে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
পূর্ব অভিজ্ঞতা:
- পূর্ব অভিজ্ঞতা, ইন্টার্নশিপ, আপনাকে আপনার ক্লায়েন্টদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
পোর্টফোলিও:
- আপনি যে বিষয়ের উপর কাজ করেন সেই কাজের নমুনা প্রদর্শনের জন্য একটি পোর্টফোলিও তৈরি করা গুরুত্বপূর্ণ।
একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে যেসব জিনিস প্রয়োজন তার সবকিছূ জেনে গেলেন। চলুন এবার জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায় সে সম্পর্কে ।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
ফ্রিল্যান্সিং করে লিমিট ছাড়া টাকা আয় করার সুযোগ রয়েছে। আপনার কাজের দক্ষতার উপর আপনার আয়ের পরিমান নির্ভর করবে। আপনি এই সেক্টরে যতো সময় দিতে পারবেন ততো ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে কেউ কেউ মাসে ১০,০০০-৩০,০০০ হাজার আবার কেউ কেউ ১ লাখ টাকারও বেশি আয় করে থাকে।
ফ্রিল্যান্সিং সেক্টরে যার কাজের দক্ষতা যতো বেশি তার ইনকামও ততো বেশি হয়ে থাকে। আপনিও যদি এই সেক্টর থেকে ভালো পরিমান টাকা আয় করতে চান তাহলে ধৈর্য ধরে লেগে থেকে নিজের কাজের দক্ষতা উন্নত করুন দেখবেন আপনার ইনকামও বেড়ে যাবে।
ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজ সমূহ
ফ্রিল্যান্সিং এমন একটি কাজের সেক্টর যেখানে ফ্রিল্যান্সাররা স্বাধীন ভাবে প্রকল্প বা চুক্তির ভিত্তিতে ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারে। এই ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। নিচে কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে আলোচনা করা হলোঃ
- ওয়েব ডিজাইন
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
- গ্রাফিক্স ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
ওয়েব ডিজাইন
ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে ওয়েব ডিজাইন বলা হয় এবং যারা তৈরি করে তাদের ওয়েব ডিজাইনার বলা হয়। ওয়েব ডিজাইনাররা তাদের সৃজনশীল দক্ষতাকে ব্যবহার করে একটি সফল ওয়েবসাইট তৈরি করে থাকে যা দেখতে আকর্ষণীয় এবং ইজার ফ্রেন্ডলি হয়ে থাকে।
ওয়েব ডিজাইন শেখার জন্য বর্তমান বিভিন্ন উপায় রয়েছে। বিশ্বস্ত কোনো ট্রেনিং সেন্টার থেকে বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে ওয়েব ডিজাইনের কাজ শিখতে পারবেন। ওয়েব ডিজাইনের কাজ একবার ভালোভাবে শিখতে পারলে এটি দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এর ফাষ্ট পেজে নিয়ে আসা হয়। SEO দক্ষতা ব্যবহার করে আপনি Upwork, Fiverr, Freelancer.com থেকে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন। কারন ফ্রিল্যান্সিং স্কিল এর দিক থেকে SEO প্রথম দিকে রয়েছে।
.তাছাড়া ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি নিজস্ব এজেন্সির মাধ্যমেও আপনার বিভিন্ন ক্লায়েন্টদের SEO সার্ভিস প্রদান করতে পারবেন। এজেন্সির মাধ্যমে কাজ করলে কাজগুলো দীর্ঘ মেয়াদী এবং বেশি লাভজনক হয়ে থাকে।
গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন সাধারনত ভিজ্যুয়াল উপাদান ব্যবহার করে তথ্য এবং ধারণা প্রকাশ করে থাকে। গ্রাফিক্স ডিজাইন বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন, পোষ্টার, ব্যানার এবং আরও অনেক কিছুতে ব্যবহৃত হয়। গ্রাফিক্স ডিজাইন হলো একটি বহুমুখী ক্ষেত্র যা বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে।
আপনি যদি একজন সৃজনশীল মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং
সহজভাবে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পন্য সেবার প্রচরনা চালানো। ডিজিটাল মার্কেটিং কয়েক ধরনের হয়ে থাকে। যেমনঃ এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং , সিপিএ মার্কেটিং ইত্যাদি।
আমাদের অন্য আর্টিকেল গুলো পড়েন:
স্যামসাং মোবাইল ফোনের দাম 2024
২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি স্মার্টফোন
Nokia বাটন মোবাইলের দাম ২০২৪ এবং Nokia সম্পর্কিত তথ্য
শেষ কথা
আজকরে এই পোষ্টে আমি ফ্রিল্যান্সিং কি (Freelancing) এবং এর কাজ সমূহ সম্পর্কে আলোচনা করেছি। ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্টে জানান।
ফ্রিল্যান্সিং সংক্রান্ত প্রশ্ন ও উত্তর (FAQ)
প্রশ্নঃ ফ্রিল্যান্সিং কি?
উত্তরঃ ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। সহজ ভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টদের জন্য কাজ করে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
প্রশ্নঃ ফ্রিল্যান্সিং করতে ইংলিশ জানতে হয়?
উত্তরঃ হ্যাঁ। তবে ইংলিশে একবারে দক্ষ না হলেও হবে। কনভারসেশন করার মতো একটু ইংলিশ জানলেই আপনি ফিল্যান্সিং করতে পারবেন।
প্রশ্নঃ কি কি কাজ জানলে ফ্রিল্যান্সিং করা যায়?
উত্তরঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ইত্যাদি যেকোনো একটি কাজে দক্ষ হলে ফ্রিল্যান্সিং করা যায়।
প্রশ্নঃ কোথায় ফ্রিল্যান্সিং এর কাজ শিখা যায়?
উত্তরঃ আপনি গুগোল, ইউটিউব অথবা কোনো ট্রেনিং সেন্টার থেকে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারবেন।
বর্তমানে কোন কাজ টা শেখা ভালো হবে দয়া করে জানাবেন।