কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং শেখার উপায়

কন্টেন্ট রাইটিং হলো এমন প্রক্রিয়া যেখানে লেখকরা বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন। এটি মূলত ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। এই কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন লেখা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি। কন্টেন্ট রাইটিং করে অনলাইন থেকে ভালো পরিমান টাকা আয় করার ও সুযোগ রয়েছে।

ছাত্র- ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ অবসর সময়ে কন্টেন্ট রাইটিং করে অনলাইন থেকে টাকা আয় করতে পারে। আজকের এই পোষ্টে আমরা কন্টেন্ট রাইটিং কি এবং কন্টেন্ট রাইটিং শেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করাবো।

আরো পড়ুনঃ ব্লগিং কি || ব্লগিং করে কতো টাকা আয় করা যায়

কন্টেন্ট কি? (What is content)

কন্টেন্ট (Content) এর বাংলা মানে হলো বিষয়বস্তু। সুতরাং, আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে কোনো বিষয়ের উপর যা লিখবেন বা তৈরি করবেন সেটাই কন্টেন্ট। কন্টেন্ট মূলত ৪ ধরণের হয়ে থাকে। যেমনঃ

টেক্সট কন্টেন্ট: বই, ওয়েবসাইট, ব্লগ পোস্ট, ইমেইল, সামাজিক মাধ্যম পোস্ট, ইত্যাদি।

ইমেজ কন্টেন্ট: ফটো, গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, ড্রয়িং, কার্টুন, ইত্যাদি।

ভিডিও কন্টেন্ট: মুভি, টিভি শো, ইউটিউব ভিডিও, ভিডিও গেমস, অ্যানিমেশন, ইত্যাদি।

অডিও কন্টেন্ট: গান, পডকাস্ট, অডিওবুক, রেডিও, ইত্যাদি।

তাই সহজ ভাবে বলতে গেলে কোনো বিষয়বস্তুর উপর তথ্য উপস্থাপন করাকেই কন্টেন্ট বলে। তাছাড়া ভালো কন্টেন্ট তৈরি করতে হলে, তা আকর্ষণীয়, তথ্যবহুল এবং সহজবোধ্য হতে হবে।

কন্টেন্ট রাইটিং কি? (What is content writing)

কন্টেন্ট (Content) রাইটিং হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় লেখার প্রক্রিয়া যা পাঠকদের জ্ঞান, বিনোদন, অনুপ্রেরণা, বা প্রণোদনা প্রদান করে থাকে। কন্টেন্ট রাইটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ

  • ব্লগ রাইটিং
  • স্ক্রিপ্ট রাইটিং
  • ই-বুক রাইটিং
  • প্রোডাক্ট রিভিউ রাইটিং
  • অ্যাফিলিয়েট রাইটিং
  • নিউজ রাইটিং
  • প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং
কন্টেন্ট রাইটিং

ব্লগ রাইটিং

ব্লগ রাইটিং হল ওয়েবসাইট বা ব্লগিং পেজে তথ্যমূলক আর্টিকেল বা পোস্ট লেখা। এই আর্টিকেল গুলো বিভিন্ন বিষয়ের উপর হতে পারে যেমন প্রযুক্তি, ভ্রমণ, খেলাধুলা, খাবার, স্বাস্থ্য, রক্ষা, সাহিত্য, ব্যবসায় ইত্যাদি। ব্লগ কন্টেন্ট রাইটাররা সাধারণত আর্টিকেলের মাধ্যমে পাঠকদের নির্দেশনা, বিনোদন এবং প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন।

স্ক্রিপ্ট রাইটিং

স্ক্রিপ্ট রাইটিং হলো নাটক, চলচ্চিত্র, টেলিভিশন প্রোগ্রাম, বা অন্যান্য প্রযুক্তির জন্য লেখালেখি করা। স্ক্রিপ্ট রাইটিং হলো একটি শিল্প এবং খুব গুরুত্বপূর্ণ কাজ। দিন দিন স্ক্রিপ্ট রাইটারের চাহিদা বেড়েই চলছে।

ই-বুক রাইটিং

ই-বুক বলতে বুঝায় ইলেকট্রনিক বই। সুতরাং, ইলেকট্রনিক বইয়ের জন্য বিষয়বস্তু লেখার প্রক্রিয়াকে ই-বুক রাইটিং বলা হয়। এটি একটি বিশেষ ধরণের কন্টেন্ট রাইটিং, যেখানে পাঠকদের মনোযোগ আকর্ষণ করার জন্য লেখকদের আকর্ষণীয়, তথ্যবহুল এবং সাবলীল গল্প বলার দক্ষতা প্রয়োজন হয়ে থাকে। তাই এই পেশায় সফলতা অর্জন করার জন্য প্রচুর দক্ষতা এবং পরিশ্রমের প্রয়োজন রয়েছে।

প্রোডাক্ট রিভিউ রাইটিং

প্রোডাক্ট রিভিউ রাইটিং বলতে বুঝায় কোনো পণ্যের বিস্তারিত তথ্য নিয়ে লেখালেখি করা। একটি ভালো রিভিউ প্রোডাক্টের গুনগত বৈশিষ্ট্য, ব্যবহারের অভিজ্ঞতা, এবং ব্যবহারকারীর মন্তব্যের ভিত্তিতে লেখা হয়। একজন ভালো রিভিউ রাইটার তথ্যপূর্ণ, সুস্পষ্ট এবং পক্ষপাতহীন ভাবে পণ্যের রিভিউ দিয়ে থাকে।

অ্যাফিলিয়েট রাইটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাফিলিয়েট রাইটিং। এটি এমন ধরণের লেখালেখি যেখানে কমিশন অর্জনের জন্য একটি পণ্য বা পরিষেবার প্রচার করা হয়। সুতরাং সহজ ভাবে বলতে গেলে আপনি লেখালেখি করে একটি পণ্য বা পরিষেবার প্রচার করবেন এবং কেউ যদি আপনার সেই প্রচার করা লিংক থেকে পণ্য ক্রয় করে তাহলে সেখান থেকে কমিশন পাবেন।

নিউজ রাইটিং

বিভিন্ন ধরনের নিউজ ওয়েবসাইট, নিউজ পেজ, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি মাধ্যম গুলোতে বর্তমান ঘটনা এবং  আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে যে তথ্য সম্পূর্ন আর্টিকেল লেখা হয় সেগুলোকেই নিউজ রাইটিং বলা হয়।
নিউজ কন্টেন্ট রাইটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে সঠিক তথ্য প্রদান করা খুবই জরুরি। নিউজ রাইটারদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে যথাযথ ও সঠিক তথ্য প্রদান করা।

প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং

কটি আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা পণ্য বিক্রি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ক্রেতাদের পণ্য সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে এবং তাদের ক্রয় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন অবশ্যই সংক্ষিপ্তভাবে এবং প্রাসঙ্গিকভাবে লিখা হতে হবে যাতে ক্রেতা সহজেই প্রেডাক্ট সম্পর্কে বুঝতে পারে।

ফ্রি রিসোর্স

কন্টেন্ট রাইটিং শেখার জন্য অনেক ফ্রি রিসোর্স রয়েছে। নিম্নে কিছু ফ্রি রিসোর্স সম্পর্কে ধারনা দেওয়া হলোঃ

  • অনলাইন টিউটোরিয়াল: বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং শেখার টিউটোরিয়াল পাওয়া যায়, যেমনঃ YouTube, Udemy, Coursera, ইত্যাদি।
  • ওয়েবসাইট ও ব্লগ: অনলাইনে অনেক ওয়েবসাইট এবং ব্লগ রয়েছে যেখানে কন্টেন্ট রাইটিং সম্পর্কে টিউটোরিয়াল, পরামর্শ এবং প্রাক্টিক্যাল ধারনা পাওয়া যায়।
  • বই: কন্টেন্ট রাইটিং সম্পর্কে বিভিন্ন বই পাওয়া যায়, যেগুলো আপনাকে এই কাজে সহায়তা করতে পারে।
  • কমিউনিটি সাইট ও ফোরাম: কন্টেন্ট রাইটিং সম্পর্কে বিভিন্ন কমিউনিটি সাইট এবং ফোরামে যোগ দিয়ে বাস্তব অভিজ্ঞতা এবং পরামর্শ পাওয়া যায়।

আমি মনে করি শুরুর দিকে পেইড রিসোর্স এর দিকে না গিয়ে ফ্রি রিসোর্স গুলো থেকে কাজ শেখা উচিত। উপরে উল্লেখিত রিসোর্সগুলো ব্যবহার করে আপনি কন্টেন্ট রাইটিং শেখার পথে অগ্রগতি করতে পারেন।

পেইড রিসোর্স

ফ্রি রিসোর্স গুলোই যখন টাকা দিয়ে ক্রয় করবেন তখন সেটা পেউড রিসোর্স। ফ্রি রিসোর্সের মধ্যে যে কয়টি প্লাটফর্ম সম্পর্কে আলোচনা করেছি আপনি চাইলে সেখান থেকেও পেইড কোর্স করতে পারেন। পেইড কোর্স করতে হলে কিছু টাকা ইনভেষ্ট করতে হবে। পেইড রিসোর্স গুলোতে স্টেপ বাই স্টেপ কন্টেন্ট রাইটিং এর বিস্তারিত শেখানো হয়। এখানে আপনি সব কিছুই একদম পূর্নাঙ্গভাবে পাবেন। সুতরাং আপনার যদি কিছু টাকা ব্যয় করার মতো সক্ষমতা থাকে তাহলে পেইড কোর্স করতে পারেন।

পরিশেষে কিছু কথা

আজকের এই আর্টিকেলে আমি কন্টেন্ট রাইটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তবে আমি যে উপায় গুলোর কথা এখানে উল্লেখ করেছি তা একমাত্র উপায় নয়। কন্টেন্ট রাইটিং শেখার আরো অনেক উপায় রয়েছে। আপনি চাইলে আপানার সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরী করতে পারবেন।

Leave a Comment